রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, পরবর্তীতে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই তামজিদ নওশাদ জানান, পাসপোর্টের ভেরিফিকেশনের কাজে আফতাবনগরে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তাঁরা। সেখানে কাজ শেষে ব্যাটারিচালিত রিকশায় করে গুলশান কালাচাঁদপুরে আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। আফতাবনগর গেটের পাশে আসতেই রিকশার চাকায় সাদিয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। রিকশা থামিয়ে দ্রুত তাঁকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আফতাবনগর এলাকা থেকে স্বজনেরা ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া।
Leave a comment