ভয়াবহ প্রাণহানির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় পর আবারও ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে। মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে জালালাবাদ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে এবং তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।
এর আগে গত রবিবার রাতে কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪১১ জন নিহত ও ৩ হাজার ১২৪ জন আহত হন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। ওই ঘটনায় ৫ হাজার ৪০০টিরও বেশি বাড়িঘর ধসে পড়ে।
দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ-এর প্রধান ইব্রাহিম আহমেদ আল জাজিরাকে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। “ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি জানান, অনেক জায়গায় কেবল হাঁটাপথেই যাওয়া সম্ভব। বন্যা, ভূমিধস এবং গ্রাম ধসে পড়ার কারণে যানবাহন ব্যবহার করা যাচ্ছে না
আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। তবে অবকাঠামোর অভাব ও দুর্যোগপ্রবণ ভৌগোলিক অবস্থার কারণে কাজের গতি অত্যন্ত ধীর।
বিশ্লেষকদের মতে, টানা দুই ভূমিকম্পে আফগানিস্তানের মানবিক সংকট আরও গভীর হয়েছে। দেশের অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থা আগেই নাজুক অবস্থায় থাকায় দ্রুত আন্তর্জাতিক সহায়তা ছাড়া ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামাল দেওয়া তালেবান সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে।
Leave a comment