আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি । এমনকি ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ সমাবেশের খবর।
আলোচিত এই কর্মসূচির বিভিন্ন ভিডিও এপি, আনাদোলু’র মতো বিভিন্ন বার্তা সংস্থা প্রচার করেছে ।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাকার প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে জুতা পেটা করার ঘটনাটি উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমেও।
টাইমস অফ ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির ছবিতেও আঘাত করা হয়।
গাজায় প্রায় দেড় বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিশ্ব। তারই অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় আয়োজন করা হয় বিশাল এই বিক্ষোভ কর্মসূচির, যেখানে অংশ নেন সব ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ।
আল জাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আলোচিত এই কর্মসূচির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথাও উঠে এসেছে এসব প্রতিবেদনে।
এর পাশাপাশি, বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সংবাদ আরব নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে। প্রতিবেদনে এই কর্মসূচিকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
Leave a comment