Home রাজনীতি আওয়ামী লীগ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়।
আওয়ামী লীগজাতীয়রাজনীতি

আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়।

Share
Share

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান (১৯) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হয়। শুনানি শেষে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন কাদির। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

রিমান্ড শুনানি শেষে, আনিসুল হককে আদালতের এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাঁকে বেধড়ক কিল–ঘুষি ও চড়–থাপ্পড় মারেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিশৃঙ্খল পরিস্থিতি দেখে সাবেক এ আইনমন্ত্রীকে নিয়ে দৌঁড়ে আদালত ত্যাগ করেন এবং দ্রুততার সাথে প্রিজন ভ্যানে উঠান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপি আইনজীবীরা বিক্ষোভ করেছি। কিন্তু আইনজীবীদের কেউ মারধর করেনি। সাধারণ মানুষজন তার প্রতি ক্ষুব্ধ। তারা হামলা করতে পারে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদরাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছেন এবার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী

চুরি হওয়া গহনা পরে টিকটক করছিলেন স্ত্রী। সেটি দেখে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ তার স্বামী মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার...

Related Articles

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জামায়াতের আমির শফিকুর রহমান

ফেনীতে আজ বিকেলে অনুষ্ঠিত একটি সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

শেখ হাসিনার দীর্ঘ শাসনে ভুলের অন্তহীন পরিসংখ্যান

  বিগত পাঁচ হাজার ৬৯০ দিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা, বাংলাদেশের...

আগস্টেই দেশে ফিরছেন তারেক রহমান, দেওয়া হবে লাল গালিচার অভ্যর্থনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে...

চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা মদিনাফেরত উড়োজাহাজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের...