বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছি বাঘের মুখে।
বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
মির্জা আব্বাস বলেন, সিন্দাবাদের বুড়োর মতো এই সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে, নেমে যেতে চায় না। তাই আমাদের ঘাড় থেকে তাদের ঝাঁকি দিয়ে নামাতে হবে।
মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে লুটপাট ও ব্যাংক ডাকাতির অভিযোগ তুলে বলেন, এসব অপকর্ম সরকারের সাঙ্গপাঙ্গরাই করছে। গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় পড়ে গেছি।
মিডিয়ার স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নেই। মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। পত্র-পত্রিকায় লিখতে দেওয়া হয় না। আরও অনেক লজ্জায় কিছু বলছি না।
সভায় মির্জা আব্বাস আরও বলেন, আমাদের ভোটের অধিকার, ন্যায্য পাওনা বুঝে নিতে হবে। আমরা ভিক্ষা চাই না, অধিকার আদায় করে নিতে হবে।
সম্প্রতি মিয়ানমার সীমান্তে ‘মানবিক করিডোর’ প্রসঙ্গে সরকারের ভূমিকার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। করিডোর দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া যাবে না।
উপদেষ্টাদের পরিবারের দুর্নীতি নিয়েও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকের বাবা-চাচারা ব্যবসা শুরু করে দিয়েছে, ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।
Leave a comment