Home জাতীয় আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছি বাঘের মুখে : মির্জা আব্বাস
জাতীয়বিএনপিরাজনীতি

আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছি বাঘের মুখে : মির্জা আব্বাস

Share
Share

বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আগে ছিলাম কুকুরের মুখে, এখন পড়েছি বাঘের মুখে।

বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

মির্জা আব্বাস বলেন, সিন্দাবাদের বুড়োর মতো এই সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে, নেমে যেতে চায় না। তাই আমাদের ঘাড় থেকে তাদের ঝাঁকি দিয়ে নামাতে হবে।

মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে লুটপাট ও ব্যাংক ডাকাতির অভিযোগ তুলে বলেন, এসব অপকর্ম সরকারের সাঙ্গপাঙ্গরাই করছে। গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় পড়ে গেছি।

মিডিয়ার স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নেই। মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। পত্র-পত্রিকায় লিখতে দেওয়া হয় না। আরও অনেক লজ্জায় কিছু বলছি না।

সভায় মির্জা আব্বাস আরও বলেন, আমাদের ভোটের অধিকার, ন্যায্য পাওনা বুঝে নিতে হবে। আমরা ভিক্ষা চাই না, অধিকার আদায় করে নিতে হবে।

সম্প্রতি মিয়ানমার সীমান্তে ‘মানবিক করিডোর’ প্রসঙ্গে সরকারের ভূমিকার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। করিডোর দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেয়া যাবে না।

উপদেষ্টাদের পরিবারের দুর্নীতি নিয়েও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকের বাবা-চাচারা ব্যবসা শুরু করে দিয়েছে, ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন  । এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছেন তিনি। বুধবার (১৪...

সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় ‘অস্ত্র বিক্রির চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র

প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে...

Related Articles

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে

সামনে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট...

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত হয়েছেন কলেজছাত্র। 

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাক গাছ কাটার সময় বজ্রপাতে বিজয় (২১) নামে এক...

পিএসএলে খেলবেন সাকিব!

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের...

মিশা সওদাগরকে মারধরের দাবি , ভিডিও ভাইরাল- আসল ঘটনা কী?

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ...