রাজধানীর শাহবাগ মোড়ে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত গণজমায়েতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আজকের জরুরি বৈঠক থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দাবি করে সংগঠনের শীর্ষ নেতারা বলেন, ‘এই বৈঠক থেকেই সব ফয়সালা হওয়া উচিত।’
বিকেল তিনটা থেকে শাহবাগ মোড়ে জমায়েত শুরু হয়। সাড়ে তিনটার দিকে মূল ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন দলের নেতারা। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর শাখা ছাড়াও ছাত্র ও শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে রাজপথে নামা আমাদের প্রত্যাশা ছিল না। তবে জাতির নিরাপত্তা ও গণতন্ত্রের স্বার্থে আজ আমরা রাজপথে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ৫ আগস্টের জনগণের রায়ের গেজেট প্রকাশ। কোনো রাজনৈতিক সমঝোতা নয়, আমরা চাই নিষিদ্ধকরণ। যদি আজকের বৈঠক থেকে ফয়সালা না হয়, তবে আমাদের আন্দোলনের গতি হবে আরও তীব্র। তখন আমরা নতুন সরকারের দাবিতে মাঠে নামবো এবং অন্তর্বর্তী সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেব।’
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, ‘জুলাই চেতনাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা চলছে। বিভিন্ন পক্ষ রাজনৈতিক সুবিধা নিতে এই চেতনাকে অবমূল্যায়ন করছে। আমরা সবাই মতাদর্শে ভিন্ন হতে পারি, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে থাকতে হবে।’
এরপর ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ একটি খুনি ও দুর্নীতিপরায়ণ দল। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এই নামধারী রাজনৈতিক গোষ্ঠীকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলাই আজকের ঐতিহাসিক দাবি।’
শাহবাগ মোড়ে এ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনসহ ইসলামী আন্দোলনের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। কর্মসূচির কারণে ওই এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ইসলামী আন্দোলনের দাবির প্রতিফলন ঘটবে কি না, তা এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে আজকের গণজমায়েত পরিষ্কার বার্তা দিয়েছে—দেশের একটি অংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ছাড়া কোনো সমাধান মানতে রাজি নয়।
Leave a comment