অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে আজ রোববারও তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার খবর জানিয়েছে। এর পাশাপাশি, ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় ১৩ সেনাসদস্য আহত হয়েছেন।
ঘূর্ণিঝড় আলফ্রেড গতকাল শনিবার কুইন্সল্যান্ডের ব্রিসবেনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। তবে ঝড়ের কারণে বিপদের ঝুঁকি এখনও কাটেনি বলে জানিয়েছে কর্মকর্তারা, যারা স্থানীয়দের বাড়ির ভেতরে সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন।
ঝড়ে বহু গাছ উপড়ে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং নিচু এলাকার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ডোরিগো অঞ্চলে নিখোঁজ হয়েছিলেন। বন্যার পানিতে তার গাড়ি আটকে গিয়েছিল, পরে তিনি পানির তোড়ে ভেসে যান।
এছাড়া, ব্রিসবেন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণের লিসমোর শহরে একটি দুর্ঘটনায় ১৩ সেনাসদস্য আহত হয়েছেন। একটি সরু সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে গিয়ে অন্য ট্রাককে আঘাত করে।
এ ঘটনার পর সামরিক বাহিনীর একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করতে লিসমোরে মোতায়েন করা হয়েছিল। ঝড়টি শুক্রবার রাতে শুরু হয়ে গতকাল দুর্বল হয়ে পড়লেও ব্রিসবেন ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে।
Leave a comment