জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে আজ শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি জামায়াতের আমিরকে দেখতে এসেছেন। রাজনৈতিক সৌজন্যবোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিচ্ছিলেন শফিকুর রহমান। বক্তব্য চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। কর্মীদের সহায়তায় আবার উঠে দাঁড়ালেও কিছুক্ষণ পর আবার পড়ে যান। পরে বসেই বক্তব্য শেষ করেন তিনি। সেখান থেকে সরাসরি তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক শিষ্টাচার বলে কথা। একজন সিনিয়র নেতার অসুস্থতায় তাঁকে দেখতে আসা আমাদের দায়িত্ব। আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন জেনে আমরা আশ্বস্ত হয়েছি। এই সংকটকালে তাঁর দ্রুত সুস্থ হওয়াটা গুরুত্বপূর্ণ।”
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বিএনপির নেতারা দেখে যাওয়ায় আমরা কৃতজ্ঞ। আমির সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ম্যাডাম খালেদা জিয়াকে সালাম জানিয়েছেন।”
এদিকে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুও শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামায়াত আমিরকে ফোন করে তাঁর খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন।
জামায়াত আমিরের সহকারী নজরুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসকেরা প্রাথমিক চেকআপ শেষে জানিয়েছেন তিনি বর্তমানে বিপদমুক্ত। তাঁকে বাসায় পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a comment