বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “বাংলাদেশের অর্থনৈতিক দিক নিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
📉 মূল্যস্ফীতির চাপ কমেছে
অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতির জায়গাটা আগে অনেক খারাপ ছিল—১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন সেটা ৮ শতাংশে নেমে এসেছে। যদি এটা ৭ শতাংশে নামাতে পারতাম, সেখান থেকে আরও ৪ শতাংশে নামানো যেত। তবে এতটা নামিয়ে আনা কঠিন হলেও আমরা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”
তিনি জানান, সরকার খাদ্য ও অখাদ্য দুই ধরনের পণ্যের মূল্যস্ফীতি কমাতে কাজ করছে। তবে অখাদ্য পণ্যের ক্ষেত্রে (যেমন জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ইত্যাদি) পরিস্থিতি কিছুটা কঠিন বলে উল্লেখ করেন তিনি।
📊 বিশ্বব্যাংকের দারিদ্র্য পরিসংখ্যান নিয়ে মন্তব্য
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দারিদ্র্য বৃদ্ধির উল্লেখ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “আমি ওদের মেজারমেন্টের পদ্ধতি জানি। ৫ হাজার লোককে ফোন করে যদি জিজ্ঞাসা করেন দারিদ্র্য বেড়েছে কিনা—সেটা কতটা নির্ভরযোগ্য, সেটাই প্রশ্ন।”
তিনি আরও বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন একবার বলেছিলেন, “দারিদ্র্য মাপার জটিল হিসাব না করেও বোঝা যায়—দরিদ্র মানুষকে দেখলেই চিনতে পারবেন।”
💰 নতুন পে-স্কেল ও ব্যয় প্রসঙ্গ
নতুন পে-স্কেল বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, “সেটা পরে এক সময় আমি দেখবো, যাওয়ার আগে কিছু বলবো।”
নির্বাচন কমিশনের ৪২০ কোটি টাকা ব্যয়ে বডি ক্যামেরা কেনা প্রসঙ্গে তিনি সংযত মন্তব্য করে বলেন, “আপনারা পরে বুঝতে পারবেন এটা অপচয় কিনা।”
অন্যদিকে, চীন থেকে ২.২ বিলিয়ন ডলার ব্যয়ে ২০টি ফাইটার জাহাজ কেনা প্রসঙ্গে তিনি মন্তব্য করা থেকে বিরত থাকেন। বলেন, “ওটা প্রতিরক্ষা বাহিনীর সিদ্ধান্ত, তারা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়। আমি অর্থের সংস্থানের দিকটা দেখি।”
🌎 আসন্ন ওয়াশিংটন সফর
আইএমএফ ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “আইএমএফ-এর পাইপলাইনে আরও টাকা আছে। এছাড়া এডিবি, এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আগের কমিটমেন্ট অনুযায়ী কিছু অ্যাগ্রিমেন্ট হবে। এবার বড় কোনো নতুন আলোচনা হবে না। নতুন সরকার আসার পর বড় সিদ্ধান্ত নেওয়া হবে।”
অর্থনীতিবিদদের মতে, ড. সালেহউদ্দিন আহমেদের এই মন্তব্যে বোঝা যায়—চাপ থাকলেও বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এখনো স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে, এবং সরকার আসন্ন সময়ের জন্য বহুমাত্রিক প্রস্তুতি নিচ্ছে।
Leave a comment