Home অর্থনীতি অর্থনীতির ধাক্কায় আরও ৩০ লাখ মানুষ অতি গরিব
অর্থনীতি

অর্থনীতির ধাক্কায় আরও ৩০ লাখ মানুষ অতি গরিব

Share
Share

বাংলাদেশে চলতি বছর আরও প্রায় ৩০ লাখ মানুষ অতি গরিব শ্রেণিতে অন্তর্ভুক্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক শ্লথগতি ও দুর্বল শ্রমবাজারকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশের অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে ৯ দশমিক ৩ শতাংশে, যেখানে গত বছর তা ছিল ৭ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের অর্থনীতিতে গত কয়েক বছর ধরে যে মন্থরতা বিরাজ করছে, তা সরাসরি প্রভাব ফেলছে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর। প্রকৃত আয় কমে যাওয়ার ফলে অনেকেই দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছেন। ফলে শুধু অতি গরিবই নয়, জাতীয় দারিদ্র্য হারও বাড়ছে। ২০২৪ সালে জাতীয় দারিদ্র্য হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়াতে পারে ২২ দশমিক ৯ শতাংশে।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এ হিসাবে, ২০২৫ সালের শেষে দেশে অতি গরিব মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৫৮ লাখে দাঁড়াবে, আর জাতীয় দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা হবে প্রায় ৩ কোটি ৯০ লাখ।

বিশ্বব্যাংক মনে করে, স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে সচল করতে না পারলে এবং শ্রমবাজারে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হলে দারিদ্র্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে আয় বৈষম্যও বাড়বে, যা সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকি হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা, কর্মসংস্থান তৈরি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিতে হবে। অন্যথায় অর্থনৈতিক সংকট শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তব জীবনে আরও গভীর অসাম্য ও অসন্তোষ সৃষ্টি করবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নির্বাচনকে ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনাসদস্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৯০ হাজার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি...

কারাগার থেকে বেরিয়েই ফের ছিনতাই, ডন শরীফ গ্রেফতার

ফরিদপুরে নার্স হত্যা মামলায় আড়াই বছর কারাভোগের পর মুক্তি পেয়েই আবারও ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন শরিফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮)।...

Related Articles

জামানত ছাড়াই ২ লাখ টাকা লোন , কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

বাংলাদেশ সরকার বেকারদের স্বনির্ভর করার জন্য সহজ শর্তে জামানতবিহীন লোন প্রদান করছে।...

সাতদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৪৪২ কোটি টাকা

চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৯...

পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা কামনা...

ব্যাংক খাতে কমেছে নারী কর্মী

দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ক্রমেই কমছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ‘জেন্ডার...