দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক এসএসএফ মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুজিবুর রহমান এবং তাঁর স্ত্রী তাসরিন মুজিবের বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। রোববার (৬ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, মুজিবুর রহমান ও তাঁর স্ত্রীর নামে থাকা মোট ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নামে থাকা দুটি বিলাসবহুল ফ্ল্যাট এবং রাজধানীর মিরপুর, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট ও পূর্বাচলে অবস্থিত ১০টি প্লটও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরেও ক্যান্টনমেন্ট এলাকার আরও একটি ফ্ল্যাট, পূর্বাচলে একটি একতলা বাড়ি এবং সাভারে একটি টিনশেডসহ জমি জব্দের আদেশও অন্তর্ভুক্ত রয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন মুজিবুর রহমান। দুদক সূত্র বলছে, সরকারি বিভিন্ন পদে থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রেখেছেন, যার বেশিরভাগই এখন তদন্তাধীন।
পূর্বতন সরকারের সময় মুজিবুর রহমান ছিলেন এসএসএফ-এর মহাপরিচালক। পরে তাঁকে বদলি করে ময়মনসিংহের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি পদে পাঠানো হয়। তবে গত ১২ সেপ্টেম্বর তাঁকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়। তাঁর কর্মজীবনে তিনি সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই আদেশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে চলমান প্রচেষ্টায় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা, এই মামলার তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া কীভাবে অগ্রসর হয়—তা দেখার।
Leave a comment