অতীতের ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন,“জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কারও ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আজ পর্যন্ত আমরা কোনো ভুল করিনি—এমন দাবি করব কীভাবে?”তিনি আরও বলেন,“আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুল হয়, সেই একটি সিদ্ধান্তেই জাতির ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।”
এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোটসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াতের এই আমির। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন,“সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামি।”
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। সুস্থ হয়ে তিনি সম্প্রতি আবারও দলীয় কার্যক্রমে যুক্ত হয়েছেন। অসুস্থতার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
Leave a comment